পুলিশ যদি বিনা কারনে সরিলে হাত তোলে , সেক্ষেত্রে নাগরিকের করণীয় কী?

পুলিশ যদি বিনা কারনে সরিলে হাত তোলে , সেক্ষেত্রে নাগরিকের করণীয় কী

১. পুলিশের কারণে হোক বা অকারণে হোক গায়ে হাত তোলার কোন আইনগত অধিকার নেই।

২. যদি তুলেই ফেলে আর আপনি যদি সত্যিই প্রতিকার চান তবে বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারেন। সেখানে বিচারের জন্য আপনি জুডিশিয়াল এনকোয়ারী চাইতে পারেন। এনকোয়ারীতে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হ’লে, অপরাধী ট্রায়াল ফেস করবেন। সাক্ষ্য-প্রমানে বিজ্ঞ আদালতে দোষী প্রমাণিত হ’লে দন্ড হবে। এরপর পর্যায়ক্রমিক আপিল হয়ে সাজা বহাল থাকতে পারে নাও থাকতে পারে। সাজা বহাল থাকলে অপরাধী চাকরী হারাবেন। মামলা চলাকালিন তিনি সাময়িক বরখাস্ত হবেন! মামলায় বেকসুর খালাস হ’লে তিনি আবার চাকুরীতে বহাল হবেন।

আপনি Google News-এ আমাদের follow করতে পারেন |

৩. উপদেশ: বিজ্ঞ আদালতের বারান্দায় যেভাবে আপনাকে পিছনে লেগে থাকতে হবে তাতে প্রতিটি মানুষকে ঘুমাতে যাওয়ার আগে নিজগুনে ক্ষমা করে ঘুমাতে যান, স্প্রিচুয়ালি রিওয়ার্ডেট হবেন।

৪. অনেক সাধারন মানুষই পুলিশের সাথেও অন্যায় করে, অনেক পুলিশই ক্ষমতা না দেখিয়ে তাকে নিজে থেকেই ক্ষমা করে দেয়।

৫. ৪ নং ঘটনার অনেক উদাহরণ আমার নিজের অভিজ্ঞতায় আছে।

৬. আপনার সাথে কোন্য অন্যায় হলে আপনি সমস্ত ঘটনা লিখে অ্যাডিশনাল ডিআইজি (ডি এন্ড পি এস), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফনিক্স রোড, ঢাকা, ঠিকানায় লিখিত অভিযোগও পাঠাতে পারেন। এটা ডিপার্টমেন্টাল সকল অনিয়ম দুর্নীতির স্বতন্ত্র তদন্ত ইউনিট। এখানে আপনি বাই পোষ্টেও কমপ্লেইন পাঠাতে পারেন। সেখানে অভিযোগকারীর স্বাক্ষর পূর্নাঙ্গ ঠিকানা, ফোন নম্বর থাকতে হবে। একটা স্ক্যান কপি addldigd_p@police.gov.bd ইমেইল এ্যাড্রেসে মেইলও করতে পারেন।