পিকআপে তোলা মোটরসাইকেল ত্রিপলে ঢেকে পদ্মা সেতু পার হচ্ছেন চালকেরা

পিকআপে তোলা মোটরসাইকেল ত্রিপলে ঢেকে পদ্মা সেতু পার হচ্ছেন চালকেরা

ত্রিপলে ঢেকে, পিকআপে লুকিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন চালকেরা। ছবি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাওয়া টোল প্লাজায় তোলা


ফেরিতে পদ্মা নদী পারাপার বন্ধ। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে সরকারি নিষেধাজ্ঞা। পিকআপে মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়াতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই কৌশলে মোটরসাইকেল পিকআপে তুলে সেগুলো ত্রিপলে ঢেকে মালামালের গাড়ি বলে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন দক্ষিণাঞ্চলগামী মোটরসাইকেল আরোহীরা।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাওয়া টোল প্লাজায় এমন চিত্রই দেখা গেছে। তবে বাস-ট্রাক প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন টোল প্লাজার সামনে আসছে। কোনো রকম অপেক্ষা ছাড়াই এসব যানবাহন টোল পরিশোধ করে সেতুতে উঠে গন্তব্যের দিকে যাচ্ছে।

পিকআপের ওপর থাকা মোটরসাইকেল আরোহী আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফেরি চলে না। সেতুতে নিষেধাজ্ঞা। গতকাল সোমবার সকালে পিকআপে মোটরসাইকেল পার করা হলে দুপুরের পর থেকে সেভাবেও পার হতে দেওয়া হচ্ছে না। তাই মাওয়া প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রতি এক হাজার টাকায় পিকআপ ভাড়া করা হয়েছে।

সে পিকআপে জাজিরা প্রান্ত পর্যন্ত যেতে আমার মতো আটজনের মোটরসাইকেল তোলা হয়েছে। আমাদেরসহ মোটরসাইকেলগুলোকে ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। এমন করে সেতু পার হতে হবে।’

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বি মিয়া নামের আরও এক মোটরসাইকেল আরোহী প্রথম আলোকে বলেন, ‘ছিলাম মানুষ। সঙ্গে মোটরসাইকেল থাকায় সেতু পার হওয়ার জন্য এখন পণ্য বা মাল হতে হচ্ছে। ত্রিপলে মুড়ে মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে হচ্ছে।’

গত রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনার পর সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সরকার। এতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মোটরসাইকেল আরোহী যাঁরা ঢাকায় গিয়েছিলেন অথবা কাজের তাগিদে ঢাকায় থাকেন, তাঁরা মাওয়া টোল প্লাজা প্রান্তে এসে বিড়ম্বনায় পড়ছেন।

মাদারীপুরের পুরোনো বাজার এলাকার বাসিন্দা রাজীব আহসান বলেন, ‘সেতু বানিয়ে কী লাভ হলো আমাদের! উল্টো ক্ষতি হলো। না পারি সেতুতে চলতে, না চলে ফেরি। ১০০ টাকার টোল এখন ৮০০ থেকে ১০০০ টাকা দিচ্ছি পিকআপে। এই গরমের মধ্যে পিকআপে যেতে হচ্ছে ত্রিপলে মুড়ে। কাকে বলব এ কষ্টের কথা!’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। পিকআপে খোলাভাবে যেতে দেওয়া হচ্ছে না। তবে মালামাল হিসেবে মোটরসাইকেল পারাপার করা যাবে। যাত্রীসহ মোটরসাইকেল পারাপারে কর্তৃপক্ষ থেকে মৌখিক নিষেধাজ্ঞা আছে।