মোবাইল রিস্টার্ট দিলে কি হয়?

স্মার্টফোনের ছোটখাটো অনেক সমস্যায় আমাদেরকে পরামর্শ দেয়া হয় ফোন রিস্টার্ট দিতে। কিন্তু এই ফোন রিস্টার্ট দিলে দেখা যায় ফোনের অনেক সেটিং চলে যায়। তখন আবার পুনরায় সেইসকল সেটিং দিতে হয়। আসলে যারা ফোন সম্পর্কে এতটা ধারনা নেই, বা সেই ফোনের সমস্যাটি কোথায় থেকে হয়েছে সেটি বুঝতে পারেনা কেবলমাত্র তারাই ফোনের রিস্টার্ট দেয়ার কথা বলে। ধরুন একটি ফোনের ম্যাসেজ ইংরেজির পরিবর্তে বাংলা ফ্রন্টে হচ্ছে। এখন আপনি সেটিং এ গিয়ে লেঙ্গুয়েজ সেকশনে গিয়ে সেটিং চেঞ্জ করলেই হয়। তখন আপনি যদি না জানেন যে,ভাষা পরিবর্তন কোন অপশনে আছে তখন আপনার জন্য এটি ঝামেলা মনে হওয়াটাই স্বাভাবিক। তখন আপনার হাতে রিস্টার্ট দেয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা।

মোবাইল রিস্টার্ট দিলে কি হয়?


আবার আসি,ফোন রিস্টার্ট দিলে আসলে কি হয়, আমরা সবাই স্মার্টফোন ব্যবহারের জন্য নেয়, ব্যবহার না করে কেউতো ফেলে রাখেনা। ব্যবহার করতে গিয়ে আমরা ফোনে অনেক ধরনের এপ্লিকেশন চালু করে থাকি। যেমনঃ- ইন্টারনেট ব্যবহার, ফটোশপ, ভিপিএন,গেইম খেলা, ক্যামেরা ইত্যাদির জন্য। যা থেকে ব্যবহারের পর আমরা বের হয়ে আসালেও সেই এপ্লিকেশনগুলা গোপনে চালু থেকে যায়। এই চালু থাকা এপ্লিকেশন বেশী হয়ে গেলে বা বেশিক্ষণ থেকে চালু থাকলে মোবাইলে হ্যাং থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাছাড়া আমাদের অজান্তে মোবাইলে অনেক ধরনের এপ্লিকেশন অটো চালু হয়ে যায়, যা আমরা মোবাইলের সেটিং এপ্লিকেশন থেকে Running এ গেলে দেখতে পারবো। যার একমাত্র সমাধান রিস্টার্ট!!! আবার অনেকে কোন সেটিং অজান্তে চেঞ্জ হয়ে যায়। তখন বুঝতে পারেনা। তখন সে ফোন রিস্টার্ট দিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনে।

আপনি Google News-এ আমাদের follow করতে পারেন |

এবার আসি ফোন রিস্টার্ট দেয়ার অসুবিধা কি সেটির আলোচনায়, ফোন রিস্টার্ট দিলে আপনার অনেক সেটিং পরিবর্তন হয়ে যাবে। ফলে পুনরায় আপনাকে সেইগুলা দিতে হতে পারে। বেশি বেশি রিস্টার্ট দিলে ফোনের প্রসেসর দূর্বল হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজন ছাড়া ফোন রিস্টার্ট দেয়াত চেস্টা করবেন না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।