স্মার্টফোন হ্যাক হয়েছে? বুঝবেন কী ভাবে? 5 লক্ষণ সম্পর্কে জেনে নিন
Know If Your Smartphone Has Been Hacked: যে কোনও সময় হ্যাক হতে পারে আপনার সাধের স্মার্টফোন। তার জন্য অতি সতর্কতা জরুরি। তারও আগে জেনে নেওয়া জরুরি, স্মার্টফোন হ্যাক হওয়ার বিশেষ কিছু লক্ষণ। এই পাঁচটি বিষয় আপনার ফোনে হয়ে থাকলে বুঝতে হবে হ্যাক হয়েছে ফোন।
এই সময় ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, আজকাল প্রায় সকলের হাতেই রয়েছে একটি স্মার্টফোন। গত এক দশকে এই ডিভাইস আমাদের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই বিপুল জনপ্রিয়তার কারণেই হ্যাকারদেরও এখন একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে, যেন তেন প্রকারেণ স্মার্টফোন হ্যাক করা। অনেকেই মনে করেন, শুধুমাত্র জনপ্রিয় ব্যক্তিদের ফোন হ্যাক করা হয়। কিন্তু, আসলে তা নয়। যে কোনও ব্যক্তির স্মার্টফোন হ্যাক হতে পারে। নিয়মিত হাজার হাজার সাধারণ মানুষের স্মার্টফোন হ্যাক হচ্ছে বিশ্বজুড়ে।
তবে, হ্যাক হওয়ার পরেও অনেকে তা না বুঝে ফোন ব্যবহার চালিয়ে যান, যা সত্যিই বিপজ্জনক। অনেকে আবার বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার পরেই বুঝতে পারেন, যে তাঁদের ফোন হ্যাক হয়েছিল। স্মার্টফোন হ্যাক হলে ডিভাইসের মধ্যে থাকা সব তথ্য হ্যাকারের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই এই ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। এমনকি হ্যাকাররা বাড়ি বসে আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে এতে আপনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন তা দেখা যাবে।
আপনি Google News-এ আমাদের follow করতে পারেন |
যে কোনও স্মার্টফোন হ্যাক হলে, তা বোঝার কিছু উপায় রয়েছে। তাই, কোন দিকে সব সময় নজর রাখবেন, জেনে নিন। এর মধ্যে যে কোনও রকম সন্দেহ দেখা গেলেই, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। নিজে না জানলে সেই সময় যোগাযোগ করতে হবে বিশেষজ্ঞদের সঙ্গে।
হ্যাক হওয়া স্মার্টফোনের লক্ষণগুলো কী কী? দেখা যাবে?
অত্যধিক ব্যাটারি খরচ
স্মার্টফোনে হঠাৎ দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে? ফোনের ব্যাটারির ক্ষমতা নিয়মিত কমলে তা ধীরে ধীরেই কমতে থাকে। হুট করে ব্যাটারি কমলে বুঝতে হবে বেগতিক! এক ধাক্কায় ফোনের ব্যাটারি ব্যাক আপ কমে গেলে, আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাকাররা ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালাতে থাকে, এই কারণে কমে যেতে পারে ফোনের ব্যাটারি ব্যাক আপ।
ফোন স্লো হয়ে যাওয়া
কোনও কারণ ছাড়াই হঠাৎ আপনার ফোন স্লো হয়ে গেলেও স্মার্টফোন হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় এই কারণে ওয়েব পেজ ঠিক মতো লোড হয় না, অথবা বার বার ফোন রিস্টার্ট হতে শুরু করে। ব্যাকগ্রাউন্ডে ম্যালিশিয়াস অ্যাপ চলার কারণেই এই ধরনের সমস্যা চলতে থাকে। অনেক সময় আবার হ্যাকাররা ব্যাকগ্রাউন্ডে ক্রিপ্টোকারেন্সি মাইনিংও চালাতে থাকে, যা আপনার প্রসেসরকে ব্যস্ত রাখে।
অজানা বিজ্ঞাপন
অনেক হ্যাকার আপনার ফোনে বিজ্ঞাপন দেখিয়ে রোজগারের উপায় খুঁজে নেন। এই কারণে আপনার ফোন হ্যাক হওয়ার কারণে বারবার ফোনে বিজ্ঞাপন দেখানো শুরু হয়। এমনকি নোটিফিকেশনে অথবা ফুল স্ক্রিনে বিজ্ঞাপন দেখানো হয় অনেক সময়। হঠাৎ ফোনে এই রকম সমস্যা দেখা গেলে বুঝবেন, আপনার ফোনে অ্যাডওয়্যার অ্যাটাক হয়েছে। এটিও এক ধরনের হ্যাকিং।
ফোনে অজানা অ্যাপের উপস্থিতি
হঠাৎ আপনার ফোনে যদি এমন কোনও অ্যাপ দেখতে পান, যেটা আপনি ইনস্টল করেননি, তবে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, অনেক সময় হোয়াটসঅ্যাপে, গুগল ক্রোমের মতো জনপ্রিয় অ্যাপ ফ্রিজ় হতে শুরু করলেও, ফোন হ্যাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আপনি Google News-এ আমাদের follow করতে পারেন |
ডেটা ব্যবহার বৃদ্ধি
আপনি ফোনে কিছু না করলেও যদি হঠাৎ আপনার ফোনে মাত্রাতিরিক্ত হারে ডেটা ব্যবহৃত হয়, তাহলেও ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আপনার ফোন থেকে ডেটা নিজের সিস্টেমে নেওয়ার জন্য, আপনার ফোনের ডেটা ব্যবহার করে হ্যাকাররা। এই কারণে হঠাৎ ডেটা ব্যবহার বেড়ে গেলে বুঝবেন, আপনার ফোনে হ্যাকিং অ্যাটাক হয়ে থাকতে পারে।
হ্যাকারকে থামাবেন কী ভাবে?
হ্যাকিং অ্যাটাক বন্ধ করার জন্য অজানা সোর্স থেকে অ্যাপ ডাউনলোড বন্ধ করতে হবে। Android গ্রাহকরা শুধুমাত্র Play Store থেকেই অ্যাপ ডাউনলোড করুন। এছাড়াও, iPhone গ্রাহকদের App Store থেকে অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশিই আবার, পাবলিক WiFi ব্যবহারেও সতর্ক হতে হবে।
কোনও ফোনে হ্যাকিং অ্যাটাক হলে, অ্যান্টি ম্যালওয়্যার ডাউনলোড করতে হবে। এর পরে ফোন স্ক্যান করে সন্দেহজনক সব অ্যাপ আনইনস্টল করে দিতে হবে। তাতেও সমস্যার সমাধান না হলে, ফোন Factory Reset করতে হবে।
আপনি Google News-এ আমাদের follow করতে পারেন |
আপনার ফোন হ্যাক হয়েছে কিনা তা জানার জন্য এখানে পাঁচটি উপায় রয়েছে
১) অতিরিক্ত ব্যাটারি খরচ
২) ফোন স্লো হয়ে যাওয়া
৩) অপ্রয়োজনীয় বিজ্ঞাপন
৪) ডেটা ব্যবহার বৃদ্ধি
৫) ফোন গরম হয়ে যাওয়া
হ্যাকারের হাত থেকে বাঁচার উপায়
অজানা সোর্স বা উৎস থেকে কোনো অ্যাপ ইন্সটল করবেন না।
পাবলিক WiFi ব্যবহার এড়িয়ে চলুন।
ফোনে অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপ রাখুন।
ব্যক্তিগত ফাইল ব্যাক আপ রেখে Factory Reset করুন।
আপনার অবহেলার সুযোগ নিয়েই ফোনে প্রবেশ করে হ্যাকার। তাই, সব সময় সতর্ক থাকুন। অজানা ওয়েবসাইট ব্রাউজিং এড়িয়ে চলুন। সুরক্ষিত থাকতে মেসেজ ও ইমেলের মাধ্যমে আসা অজানা লিঙ্কে ক্লিক করবেন না।